ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীণ শাক্তা ইউনিয়নে আটি বাজারে দিন দুপুরে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে আটি বাজারের ভাই ভাই জুয়ালার্সে এই চুরির ঘটনা ঘটে।
জানা যায়, ভাই ভাই জুয়েলার্সের মালিক জমসের জুম্মার নামাজ পড়ার জন্য দোকান বন্দ করে যায়। এরমধ্য একটি মাইক্রোবাসযোগে চোর চক্রটি দোকানের সামনে গাড়ী রেখে তালা কেটে ভিতরে প্রবেশ করে দ্রুত দোকানের সো কেসে সাজিয়ে রাখা ২৮ ভরি স্বর্নালংকার নিয়ে চলে যায়।
দোকানের মালিক জমসের কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ পত্রে জানায়, তিনি জুম্মার নামাজ পড়ার জন্য তার ভাই ভাই জুয়েলার্সের দোকান তালাবদ্ধ করে দোকানের অপরপ্রান্তে মসজিদে নামাজ পড়তে জান। সেখানে ১.৩০ টার সময় স্থানীয় লোকজন জানান তার দোকানে চুরি হয়েছে।
তাৎক্ষনিক মসজিদ থেকে দোকানে এসে দেখি আমার দোকানের তালা ভাঙ্গা। পরে আমি ভিতরে প্রবেশ করে দেখি দোকানে ভিতর সব কিছু এলোমেলো এবং আমার দোকানে কাচের সোকেচের ভিতরে থাকা ৮৮পিচ স্বর্ণের আংটি এবং ২৫ পিচ গলার চেইন যাহা আনুমানিক ওজন ২৮ ভরি, যাহার বাজার মূল্য ৫৬,০০,০০০/- টাকা। ( ছাপান্ন লাখ) ।
এ ব্যপারে কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল ইসলাম ডাবলু বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। দোকানের সিসি ফুটেজ দেখে আমাদের একটি টিম চের চক্রুটি গ্রেপ্তারের জন্য কাজ করছে।














