বৃহস্পতিবার , 4 ডিসেম্বর 2025 | [bangla_date]
  1. অর্থ-বাণিজ্য
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. কেরাণীগঞ্জ
  5. খেলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. ধর্ম
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. সাক্ষাৎকার
  13. সারাদেশ
  14. স্বাস্থ্য

কেরানীগঞ্জের জিনজিরায় দরিদ্র নারীদের মাঝে “VWB” ত্রাণ সহায়তা বিতরণ

প্রতিবেদক
সময়ের দীপ্তি নিউজ
ডিসেম্বর 4, 2025 3:32 অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা ইউনিয়নে দরিদ্র ও অসহায় নারীদের জন্য ভিজিএফ-ভিত্তিক VWB ত্রাণ সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন এ প্রকল্পের মাধ্যমে মোট ১৩০ জন উপকারভোগী নারীকে এক মাসের জন্য ৩০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।

কর্মসূচিটি তত্ত্বাবধান করেন কেরানীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার শিবলীজ্জামান এবং জিনজিরা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল গনি। অনলাইন আবেদন প্রক্রিয়ার মাধ্যমে উপকারভোগীদের তালিকা সংগ্রহ করা হয় এবং যাচাই-বাছাই শেষে সমাজসেবা অফিসার শিবলীজ্জামান নিজ হাতে নির্বাচিত নারীদের মাঝে VWB কার্ড বিতরণ করেন।

এসময় সমাজসেবা অফিসার শিবলীজ্জামান বলেন,
“এই উদ্যোগের মাধ্যমে জিনজিরা ইউনিয়নের দরিদ্র ও প্রান্তিক পরিবারের নারীরা সরকারি সহায়তার আওতায় এসে পাচ্ছেন খাদ্য নিরাপত্তার নিশ্চয়তা।”

সরকারের এ ত্রাণ কার্যক্রম স্থানীয় দরিদ্র নারীর জীবন-মান উন্নয়ন ও সামাজিক সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - অর্থ-বাণিজ্য

আপনার জন্য নির্বাচিত